জেনেভা, ২২ সেপ্টেম্বর (হি.স.): টিকাকরণে নজির গড়েছে ভারত। অনেকটা হলেও কাটিয়ে ওঠা গিয়েছে টিকা সঙ্কট। সেই কারণেই এবার বিদেশে টিকা রফতানি করতে চলেছে ভারত। স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই ঘোষণার পরই স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস।
বুধবার তিনি ট্যুইটারে লেখেন, ‘ভারত অক্টোবর মাস থেকেই কোভ্যাক্সে ফের টিকা রফতানি শুরু করছে, এই ঘোষণা করার জন্য স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে অনেক ধন্যবাদ। বিশ্বের প্রতিটি দেশে বছর শেষের মধ্যে ৪০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছতে অনেক সাহায্য হবে এই সিদ্ধান্তের কারণে।’ উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করেছেন, অক্টোবর মাস থেকেই ‘ভ্যাকসিন মৈত্রী’-র অধীনে ফের টিকা পাঠানো হবে অন্যান্য দেশে।