নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের প্রকোপ প্রতিনিয়ত কমছে। ৪০০-র কাছাকাছি এসে গিয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। করোনার আগ্রাসন কমতে থাকায় স্বস্তিতে দিল্লি সরকার। পাশাপাশি গত বছরের তুলনায় দিল্লিতে ডেঙ্গির সংখ্যাও কম বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, এ বছর ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে দিল্লিতে ৮৭ জনের শরীরে ডেঙ্গির সন্ধান মিলেছে।
স্বস্তির সুরে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত বছর ১৮৮ জনের শরীরে ডেঙ্গির সন্ধান মিলেছিল। সেপ্টেম্বর মাসে গত বছরের তুলনায় অনেক কম ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা। তিনি দাবি করে বলেছেন, দিল্লিতে কোভিডও সম্পূর্ণ নিয়ন্ত্রণে। উল্লেখ্য, অনেকদিন দিন ধরেই দিল্লিতে লাগাতার কমছে করোনার প্রকোপ। কোনও কোনও দিন মৃত্যু-হীন থাকছে দিল্লি।

