নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে প্রতিনিয়ত কমছে করোনাভাইরাসের সংক্ৰমণ, সুস্থতা রোজই বাড়ছে। আরও স্বস্তির বিষয় হল, বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে মৃত্যু হয়নি কারও, এই সময়ে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩০ জন। ফলে দিল্লিতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৮৫ জনের। মৃত্যুর হার ১.৭৪
দিল্লিতে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ১৩ লক্ষের বেশি মানুষ। বুধবার দিল্লির স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪১১ জন। দিল্লিতে পজিটিভিটি রেট এই মুহূর্তে ০.০৪ শতাংশ। চলতি মাসে দিল্লিতে এখনও পর্যন্ত করোনা-আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে।