নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ সেপ্ঢেম্বর৷৷ উদয়পুরে তিন নেশা কারবারি আটক৷ একই থানার অন্তর্গত একই ব্যক্তিকে নেশা সামগ্রী বিক্রি করার দায়ে কয়েক দিন পরপরই আটক করে রাধাকিশোরপুর থানা৷ এই একই ব্যক্তির সাথে প্রায়শই নতুন নতুন লোকের সমাবেশ দেখা যায়৷ রাধাকিশোরপুর থানার পুলিশ ঐ নেশা কারবারিকে কয়েক বারই আটক করতে সক্ষম হলেও কোন এক অজ্ঞাত কারণে কয়েক ঘন্টা আটকে রেখে ছেড়ে দেয়৷ এই নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা গুঞ্জন শুনা যায়৷
আজ সকালে আবারও গোপন সংবাদের ভিত্তিতে রমেশ চৌমুহনী এন কে দত্ত লেন এলাকার এক বাড়িতে রাখা একটি অল্টো গাড়ি থেকে আর.কে পুর থানার পুলিশ অভিযান চালিয়ে নেশা সামগ্রীসহ ৩ যুবককে আটক করতে সক্ষম হয়৷ আটক হওয়া নেশা কারবারিরা হলো বাপ্পা দাস(৩৯), অভিজিৎ বিশ্বাস(৩১), লিটন লোধ(৩৭)৷ তাদের মধ্যে লিটন লোধ দীর্ঘ দিন ধরে নেশা কারবারি হিসেবে পুলিশের নিকট পরিচিত৷গত দশ-বারো দিন আগেও লিটন লোধকে নেশা দ্রব্য সহ আরো তিনজনের সাথে রাধাকিশোরপুর থানার পুলিশ আটক করে৷ তারা প্রত্যেকেই রমেশ চৌমূহনী এলাকায় নেশা কারবারে জড়িত৷ জানা গেছে ধৃত ৩ যুবক শুধু নেশায় আসক্ত এমন নয় দীর্ঘ বছর ধরে নেশা বাণিজ্যের সঙ্গেও সরাসরি যুক্ত বলে পুলিশের কাছে খবর রয়েছে৷ ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার থেকে শুরু করে বিভিন্ন নেশা সামগ্রী বিক্রির সাথে ওরা দীর্ঘ বছর ধরে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

