নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ সেপ্ঢেম্বর৷৷ সপ্তাহের প্রথম দিনে শ্মশানের জমি জবরদখলের অভিযোগে কিল্লা-উদয়পুর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় কিল্লা মোটর স্ট্যান্ড এলাকার জনগণ৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকালে বাগমা বিধানসভা নির্বাচন কেন্দ্রের কিল্লা মোটর স্ট্যান্ড এলাকায় প্রাচীন হিন্দু -বাঙালি এবং জনজাতিদের মেলবন্ধন প্রায় শতাধিক বৎসরের পুরানো৷ ঘটনা শতবর্ষ পুরানো একটি শ্মশানের জমি জবরদখলের কেন্দ্র করে৷
শতাধিক বৎসরের পুরানো শ্মশান ঘাটের জায়গা বলপূর্বক দখল করে নেয় বিজয় সাধন জামাতিয়া, যামিনী রঞ্জন জমাতিয়া এবং জয় কিশোর জমাতিয়া নামে জনৈক ব্যক্তি বর্গ৷ স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ অধিকর্তাকে জানিয়েও কোন সুরাহা হয়নি বা
তাদের তরফ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি৷ ফল স্বরূপ একপ্রকার বাধ্য হয়ে শ্মশানের জায়গা মুক্ত করতে এবং জবর দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কিল্লা মোটর স্ট্যান্ড এলাকার স্থানীয় জনগণ৷ প্রায় দুই ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ৷ অবরোধ স্থলের দুই দিকে অনেক যানবাহন আটকে পড়ে৷ পথ চলতি মানুষ আতঙ্কিত হয়ে পড়েন৷
রোগী ও জরুরী কাজে আগত পথচারী ও ব্যক্তিবর্গ সমস্যার সম্মুখীন হয়ে পড়েন৷ পরবর্তী সময়ে কিল্লা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা অবরোধ স্থলে পৌঁছে জবরদখল কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ পরে অবরোধকারীরা পথ অবরোধ উঠিয়ে ফেলেন৷ ঘটনাস্থল স্বাভাবিক হয়৷ এখন দেখার রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করেন শ্মশানে জবরদখল মুক্ত করতে৷ সংশ্লিষ্ট মহল সে দিকেই তাকিয়ে আছেন৷

