নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি,, ১৯ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশে গরু পাচারের সময় ভারত বাংলাদেশ সিমান্ত প্রহরী বি এস এফ শনিবার গভীর রাতে বিশটি গরু এবং দুইটি মহিষ আটক করে৷পাচারকারীরা বি এস এফ এর উপস্তিতি টের পেয়ে রাতের অধারের সুযোগে পালিয়ে যায়৷ রবিবার বি এস এফ আটক গরু গুলি ধর্মনগর থানার হাতে তুলে দেয়৷
ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে ধর্মনগর মহকুমার বৈঠাং বাড়ি এলাকার ভারত বাংলাদেশ সিমান্ত প্রহরায় নিযুক্ত ছিল ১৩৯ নং ব্যাটেলিয়ানের জোয়ানরা৷ আন্যান্য দিনের মতই এদিনও রাত্রে বি এস এফ জোয়ানরা সিমান্ত প্রহরা দেবার সময় দেখে পাচারকারীরা ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করছে৷ এই সময় কর্তব্যরত বি এস এফ জোয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা গরু ফেলে রাতের আধারের সুযোগে জঙ্গলে পালিয়ে যায়৷ পরবর্তীতে বি এস এফ জোয়ানরা ঘটনা স্থল থেকে বিশটি গরু এবং দুইটি মহিষ আটক করে৷ রবিবার সকালে বি এস এফ এর পক্ষ থেকে গরু মহিষ গুলি ধর্মনগর থানার হাতে তুলে দেয়৷