আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরা বিধানসভার অধিবেশন স্বল্পকালের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। দুই দিবসীয় ওই অধিবেশন ২৭ সেপ্টেম্বর সমাপ্ত হবে। আজ বিধানসভার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। সাথে তিনি যোগ করেন, আসন্ন বিধানসভা অধিবেশনে প্রথমেই অধ্যক্ষ নির্বাচন পর্ব সম্পন্ন হবে। এরপর অধিবেশন শুরু হবে। এবারের অধিবেশনে চারটি সংশোধনী বিল সহ মোট পাঁচটি বিল উত্থাপন করবে ত্রিপুরা সরকার।
এদিন তিনি বলেন, আজ ত্রিপুরা বিধানসভার বিধানসভার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিধানসভা অধিবেশনের কার্যসুচি নির্ধারিত হয়েছে। তাঁর কথায়, আসন্ন বিধানসভা অধিবেশন স্বল্প সময়ের জন্য অনুষ্ঠিত হবে। ২৪ সেপ্টেম্বর অধিবেশন শুরু হবে এবং ২৭ সেপ্টেম্বর সমাপ্ত হবে। তিনি বলেন, বিধানসভা অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ নির্বাচিত হবেন। ২৩ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত অধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেওয়া যাবে। এক্ষেত্রে মনোয়ন জমা পড়লে ২৪ সেপ্টেম্বর ভোটাভুটি হবে। নয়তো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ নির্বাচিত হবেন।
তিনি জানান, অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর যথারীতি প্রশ্নোত্তর পর্ব এবং দ্বিতীয়ার্ধে বেসরকারী প্রস্তাবের উপর আলোচনা হবে। সাথে তিনি যোগ করেন, এবারের অধিবেশনে চারটি সংশোধনী বিল সহ মোট পাঁচটি বিল উত্থাপন করবে ত্রিপুরা সরকার। তাতে দ্য ত্রিপুরা এগ্রিকালচারাল ল্যান্ড লিজিং বিল, ২০২১ এই নতুন বিলটি রয়েছে। ত্রিপুরায় বর্গা চাষীদের নানা সুযোগ-সুবিধা প্রদানে ওই বিল আনছে ত্রিপুরা সরকার। এছাড়া চারটি সংশোধনী বিলে রয়েছে ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, ত্রিপুরা পুলিশ এক্ট, ত্রিপুরা রোডস ডেভেলপমেন্ট সেস এবং দ্য ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যা্ন্ড ল্যান্ড রিফর্মস বিল।