নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। শুক্রবার রাতে সম্রাট দাস নামে জামজুরী এলাকার এক যুবককে গুরুতর জখম অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্মরত চিকিৎসক আহত সম্রাট দাসকে শল্য বিভাগে ভর্তি করার জন্য বলেন। তখন ২০থেকে ২৫জন যুবক সম্রাটকে শল্য বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত নার্স রিটন দেববর্মা ও নারকিস আকতার আহত সম্রাটকে বেডে নিয়ে যাবার জন্য বলেন।তখন সম্রাটের সঙ্গে আসা যুবকরা বেডে কেন বিছানার চাদর নেই জিজ্ঞেস করেন।
তখন কর্তব্যরত নার্সরা বলেন সব নিয়ে আসা হয়েছে, আপনারা আহত যুবককে নিয়ে আসেন। একথা বলার সঙ্গে সঙ্গে আহত যুবকের সঙ্গে আসা যুবকরা কথা নেই বার্তা নেই হাসপাতালের আলমারি, টেবিল, চেয়ার ভাঙতে থাকে। সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক রাধা কিশোর পুর থানায় খবর দেয়। পুলিশ আসার আগেই সম্রাট ও তার সঙ্গে আসা যুবকরা হাসপাতালে থেকে চলে যায়। এই অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি রোগীরা ভয়ে কাতরাতে থাকে। শনিবার সকালে জেলা হাসপাতালের নার্সরা এম,এস ডাঃ দেবশ্রী দেববর্মার সঙ্গে মিলিত হয়ে আসামীকে গ্রেফতার করার দাবি জানান। এনিয়ে হাসপাতালে নার্স,চিকিৎসকদের ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।