নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। কুমারঘাট থানা এলাকায় ২৪ ঘন্টায় দুই যুবতীর আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।উভয় ক্ষেত্রেই ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্যে আত্মহত্যার ঘটনা ক্রমেই বাড়ছে ।রাজ্যের কোনো না কোনো প্রান্তে হামেশাই ঘটছে আত্মহত্যার ঘটনা।বিশেষ করে তরুন তরুনীদের মধ্যে আত্মহত্যার প্রবনতা বাড়ছে।
পরপর দুদিন দুটি আত্মহত্যার ঘটনা ঘটলো কুমারঘাট থানা এলাকায়।প্রথম ঘটনাটি কুমারঘাটের নিদেবীতে বৃহষ্পতিবার রাতে।সেখানে ভাড়া বাড়িতে ফাঁসিতে আত্মঘাতী করে এক কলেজ পড়ুয়া।জানা গেছে, প্রেমে ব্যর্থ হয়েই ফাঁসিতে জীবন দেয় কলেজ পড়ুয়া ছাত্রী। ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই ফের আত্মহত্যার ঘটনা কুমারঘাট থানা এলাকায়।এবারে সুকান্তনগর বিদ্যাসাগর কলোনি পাড়ায় নিজ ঘর থেকে উদ্ধার হলো ওড়নায় ফাঁস জড়ানো বছর একুশের এক যুবতীর ঝুলন্ত দেহ। বিশ্বকর্মা পূজোর দিনে বাড়ির লোকেদের অনুপস্থিতে কোনো এক সময় নিজ ঘরেই আত্মঘাতী হয় যুবতী।বাড়ির লোকজন বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে ডাকাডাকি করে উত্তর না পেয়ে সন্দেহ হয় বাড়ির লোকেদের।পরে ঘরের দরজা ভেঙে দেখতে পায় ফাঁসিতে ঝুলছে যুবতীর দেহ।
খবর দেওয়া হয় কুমারঘাট থানা এবং দমকল বাহিনীকে।মৃতদেহ উদ্ধার করে কুমারঘাট হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। মৃতদেহ হাসপাতালের মর্গে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।খবর চাউর হতেই কান্নায় রোল পরে বাড়িতে। হটাৎ কি এমন হয়েছিলো যে একেবারে আত্মহত্যার পথই বেছে নিতে হলো যুবতীকে এই প্রশ্নের মধ্যেই হাতড়াচ্ছেন বাড়ির লোক সহ পাড়াপরলীরা।ধারনা করা হচ্ছে হয়তো প্রেমে ছ্যাকা খেয়েই এই পথ বেছে নিয়েছে যুবতী।ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পর পর দুদিনে একই থানা এলাকায় দুই যুবতীর ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।