আলিগড়, ১৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করে চলেছে কেন্দ্র ও যোগী সরকার। উত্তর প্রদেশের জনগণকে আশ্বস্ত করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মোদী জানিয়েছেন, যাঁরা উত্তর প্রদেশের উন্নয়নের বিরুদ্ধে, সেই সমস্ত শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মঙ্গলবার উত্তর প্রদেশের আলিগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিং রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেছেন, “দেশ ও বিশ্বের প্রতিটি ছোট-বড় বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠছে উত্তর প্রদেশ। উন্নয়নের জন্য যথার্থ প্রবেশ তৈরি হওয়ার জন্যই এমনটাই সম্ভব হয়েছে। উত্তর প্রদেশের উন্নয়নের স্বার্থে নিরন্তর কাজ করে চলেছে যোগী সরকার।”
প্রতিরক্ষা রফতানিতে নতুন পরিচয় তৈরির দিকে এগোচ্ছে ভারত, এমনও বলেছেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, বর্তমানে শুধুমাত্র দেশ নয়, বিশ্বও দেখছে আধুনিক গ্রেনেড এবং রাইফেল থেকে শুরু করে যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজ ভারতেই তৈরি হচ্ছে। উত্তর প্রদেশের অতীতের প্রসঙ্গ তুলে ধরে মোদীর সংযোজন, “একটা সময় ছিল যখন গুন্ডাদের হাতে ছিল প্রশাসনের নিয়ন্ত্রণ, দুর্নীতিগ্রস্তদের হাতে ছিল সরকার, কিন্তু এখন তাঁরা জেলে রয়েছে।” টিকাকরণ অভিযান নিয়েও যোগী সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “যোগীজির নেতৃত্বে এখনও পর্যন্ত ৮ কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে উত্তর প্রদেশে। একদিনে সর্বোচ্চ টিকা দেওয়ার রেকর্ড রয়েছে এই রাজ্যের।

