BMS calls for blockade of railways : ধর্মনগরে পৃথক রেলওয়ে ডিভিশন সহ চার দফা দাবিতে জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিল বিএমএস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। ধর্মনগরে পৃথক রেল ডিভিশন স্থাপন সহ গুচ্ছ দাবিতে উত্তর ত্রিপুরায় রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ(বিএমএস)। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করবে উত্তর ত্রিপুরা জেলা বিএমএস।


এ-বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা বিএমএসের সম্পাদক বিপ্লব দাস জানান, ত্রিপুরায় পৃথক রেলওয়ে ডিভিশনের দাবি দীর্ঘদিনের। তাছাড়া, যান চালকদের জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এনে স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত করা, মোটর শ্রমিকদের ন্যুনতম মাসিক ভাতা প্রদান এবং তাঁদের বিপিএল অন্তর্ভুক্ত করে সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে সোচ্চার হয়েছে বিএমএস। ওই চার দফা দাবির সমর্থনে উত্তর ত্রিপুরা জেলায় লাগাতর প্রচার চালিয়েছে বিএমএস।


তিনি বলেন, ওই চার দফা দাবিতে আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ৮ নম্বর জাতীয় সড়ক এবং রেল অবরোধ করবে বিএমএস। তাঁর আহবান, বিএমএসের যুক্ত সকলে ওই অবরোধ কর্মসূচিতে সামিল হন।