নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে দমকল বাহিনীর জওয়ানরা। বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় এক অপরিচিত মহিলা অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকেন দীর্ঘক্ষণ।
পথচলতি লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরকে। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে অপরিচিত মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই মহিলার এখন অব্দি কোন কিছু পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। দিন দুপুরে বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় অপরিচিত মহিলা পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

