National road repair work slow : জাতীয় সড়ক সংস্কার কাজ চলছে ধীর গতিতে সামান্য বৃষ্টিতেই আঠারমুড়ায় স্তব্ধ গাড়ির চাকা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ সেপ্ঢেম্বর৷৷ শনিবার ৪ টা নাগাদ সামান্য বৃষ্টিতেই তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি এলাকার জাতীয় সড়ক স্তব্ধ৷ দীর্ঘ প্রায় সাত-আট ঘণ্টা পেরিয়ে গেলেও জাতীয় সড়ক যান চলাচল স্বাভাবিক হয়নি৷জাতীয় সড়ক মুক্ত করার জন্য কোন দপ্তর এগিয়ে আসেনি৷


ঘটনা তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি থানাধীন ৩৭ মাইল এলাকায়৷ওই এলাকায় জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে দীর্ঘদিন ধরে৷জাতীয় সড়ক সংস্কারের তথা ফোর লাইন করার কাজে হাত দেয় ঠিকাদার সংস্থা৷ সামান্য বৃষ্টি হওয়াতে জাতীয় সড়কের দুই পাশের শত শত যানবাহন আটকে পড়ে যায়৷


সংবাদে জানা যায় শনিবার বিকাল আনুমানিক ৪ টা নাগাদ হালকা বর্ষণ হয় আঠারমুড়া পাহাড়ের ফলে জাতীয় সড়কে ধবস নেমে পড়ে৷ ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে দুই দিকে যানবাহন আটকে পড়ে যায়৷ সংবাদ লেখা পর্যন্ত এখনো জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি৷ প্রসঙ্গত, অত্যন্ত ধীর গতিতে চলছে জাতীয় সড়কের সংস্কার কাজ৷ এনিয়ে ক্ষুব্ধ যান চালকরা৷