Trinamool Mahila Congress meeting : রাধানগরে ত্রিপুরা প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেস পক্ষ থেকে কর্মী সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরের রাধানগরে ত্রিপুরা প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেস পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয় । কর্মীসভায় রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজ্য নেতৃত্ব বিস্তারিত আলোকপাত করেন।ঐ রাজ্যে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন কে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার রাজধানী আগরতলা শহরের রাধানগরে একটি হোটেলে মহিলা তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ডঃ কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, জয়া দত্ত, পারমিতা সেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক সহ আরো অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার মহিলাদের আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে যে কোনো মূল্যে ত্রিপুরায় বিজেপি কে পরাজিত করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। রাজ্যের শাসক দল যেভাবে সন্ত্রাস চালিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করার চেষ্টা করছে তা কোনদিনই সফল হবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন।তৃণমূল কংগ্রেস রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার মধ্য দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হতে চায় বলে তিনি উল্লেখ করেন।