গণেশ আরাধনায় মেতেছে গোটা দেশ, দিল্লি-মহারাষ্ট্রে উৎসবে খামতি নেই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্র থেকে দিল্লি, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব-গণেশ আরাধনায় মেতে উঠেছে সমগ্র দেশ। করোনার জন্য কোথাও মন্দির বন্ধ ছিল, কোথাও ভক্তদের প্রবেশে অনুমতি ছিল না। কোথাও আবার কোভিড-বিধিনিষেধ মেনেই পূজার্চনা করেছেন ভক্তরা। দিল্লি ও মহারাষ্ট্রে গণেশ চতুর্থীতে কড়াকড়ি থাকলেও, উৎসবে কোনও খামতি দেখা যায়নি। গণেশ চতুর্থীতে, শুক্রবার সকালে দিল্লির সরোজিনী নগরে সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজার্চনা করেছেন গণেশ-ভক্তরা। দিল্লির সরকারের সমস্ত কোভিড-সতর্কতা মেনে চলা হয় সেখানে। মহারাষ্ট্রের নাগপুরে গণেশ টেকড়ি মন্দির বন্ধ থাকলেও, বাইরে থেকেই গণপতি বাপ্পার পুজো করেন ভক্তরা।

গণেশ চতুর্থী মূলত মহারাষ্ট্রে বড় করে পালন করা হলেও, উত্তর ভারতের অনেক প্রদেশেই এই উৎসব হয়। পশ্চিমবঙ্গেও গত কয়েক বছর ধরে গণেশ চতুর্থীর পুজো হচ্ছে অনেক জায়গাতেই। এমনিতেই বাঙালি উৎসবপ্রিয়। অনেকে আবার বাড়িতেই এখন গণেশ পুজো করেন। গণপতি উৎসবকে ঘিরে এদিন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছে। দেশবাসীর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *