ABVP has filed a case : পুলিশের বিরুদ্ধে থানায় মামলা এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ এসডিপিও রমেশ যাদব ও ইন্সপেক্টর সুমন্ত ভট্টাচার্যের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় এফআইআর দাখিল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ ডায়েট কলেজের ছাত্র-ছাত্রীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তার অফিসের সামনে ধরনা আন্দোলন চলাকালে পুলিশের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করে আগরতলা পশ্চিম থানায় মামলা দায়ের করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷এসডিপিও রমেশ যাদব ও ইন্সপেক্টর সুমন্ত ভট্টাচার্যের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় এফআইআর দাখিল করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতৃবৃন্দ অভিযোগ করেন তারা কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের অফিসের সামনে প্রতিবাদ-বিক্ষোভ ধরনায় বসেছিল৷

শান্তিপূর্ন প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন চলাকালে এসডিপিও রমেশ যাদব ও ইন্সপেক্টর সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিপেটা চালায়৷ তাতে বেশ কয়েক জন ছাত্র-ছাত্রীী আহত হয়৷ তাদেরকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে৷ দুজন পুলিশ অফিসারের কাজ করবে তীব্র অসন্তোষ ব্যক্ত করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা৷ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে৷