নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ সেপ্ঢেম্বর৷৷ এক দম্পতি বাইকে করে বিশালগড় থেকে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় থানাধীন গোকুলনগর এলাকার কুকুরের সাথে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে যায় দম্পতি৷ তাদের নাম শান্তনু সাহা৷ বয়স আটাশ, ও বর্না সাহা৷ বয়স বাইশ৷
স্থানীয় পথচলতি লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেয় বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরে৷দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দম্পতিদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এদের মধ্যে শান্তনু সাহা শরীরের বেশ কিছু জায়গায় ক্ষত হয়ে যায়৷ তা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মহকুমা হাসপাতাল তার স্ত্রী বর্ণা সাহা৷ তড়িঘড়ি চিকিৎসকরা তাদের চিকিৎসা শুরু করে৷
স্থানীয় পথচলতি লোকেরা একপ্রকার ট্রাফিক দপ্তরের খামখেয়ালীপনার কারণে বিশালগড় বিভিন্ন জায়গায় ঘটে চলেছে দূঘটনা৷ কিন্তু বিশালগড় পুলিশ থানায় ট্রাফিক ইউনিটে কর্মরত ট্রাফিক অফিসারদের দায়িত্ব পালনের রাস্তায় দেখা যায়নি৷এ নিয়ে পথচলতি লোকেদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে৷

