নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং তথ্য সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ অভিযোগ করেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএম সন্ত্রাসের মতো পরিস্থিতির সৃষ্টি করছে রাজ্যে৷ ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদিরে উজ্জীবিত করতে চাইছেন মানিক সরকার৷
আজ বিকেলে বিজেপি রাজ্য সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী চৌধুরী বলেন, ত্রিপুরার কমিউনিস্টরা ২৫ বছর পর তাদের ক্ষমতা হারিয়েছে৷ সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লকে মানিক সরকার একটি জ্বলন্ত উদাহরণ স্থাপন করেছেন যে তারা কীভাবে ২০২৩ সালের নির্বাচনে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ফিরে আসতে চায়৷
শ্রী চৌধুরী জোর দিয়ে বলেছিলেন যে সোনামুড়ায় ১২ জন বিজেপি কর্মী প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারের প্ররোচনায় আক্রান্ত হয়েছেন এবং তিনজনের অবস্থা গুরুতর৷ কাশেম মিয়া, মিজানুর রহমান, সেলিম মিয়া, মমতাজ মিয়া, সিদ্দিক মিয়া, আন্না মিয়া, কবির মিয়া, আলী হোসেন, মুজি হক, নিরাল হক এবং শ্রীজাল হকের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷

