Forest workers’ Elpothari shots : বনকর্মীর এলপোথাড়ি গুলিতে গভীর রাতে গন্ডাছড়ায় ব্যাপক আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ শনিবার রাত প্রায় ১টানাগাদ হঠাৎ করে ঘুমের মধ্যে ভেসে আসলো বন্দুকের গুলির শব্দ৷ পাশে ঘনবসতি ব্লক টিলা পাড়ার সমস্ত লোক জেগে উঠে ছোটাছুটি করতে লাগল৷ এলাকাবাসী আত্মরক্ষার জন্য যার যেমন ছোটাছুটি করতে লাগলেন৷ কিছুই বুঝতে পারছেন না৷মনে হল যেন বন্দুকের গুলির শব্দ৷ শব্দ পেয়েছেন করারছড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ ও নিরাপত্তা কর্মীরাও৷ রাতে কর্তব্যরত থানার পুলিশ এবং টিএসআর ক্যাম্পে গুলির আওয়াজে রীতিমতো ঁতকে উঠেন৷

গন্ডাছড়া বাজারে রয়েছে বাজার রক্ষক পাহারাদার৷
টিএসআরএবং পুলিশ বাহিনী৷ হাসপাতালের সামনে রয়েছে প্রহরারত পুলিশ৷ আতঙ্কে সবাই গন্ডাছড়া থানা সংলগ্ণ গ্রামীণ ব্যাংকের সামনে আসেন৷ তাদের মনে হয়েছিল যে গ্রামীণ ব্যাংকের ছাদের উপর থেকে কে বা কারা বন্দুকের গুলি করেছে৷ কিন্তু কেউই কিছু বুঝে উঠতে পারলেন না কোথায় থেকে এসেছে শব্দ৷ এমনই গুঞ্জন শুরু শুরু হয় কর্তব্যরত পুলিশের মনে৷ প্রথমে তাদের ধারণা ছিল যে দুষৃকতকারীরা গ্রামীণ ব্যাংক লুটপাট করছে৷


রাত তখন প্রায় একটা৷ সকালে খবর নিয়ে দেখা যায় গন্ডাছড়া বনদপ্তর থেকে থ্রি নট থ্রি বন্দুক থেকে গুলি করা হয়৷ বন দপ্তরের কর্মরত পেট্রোল ফরেস্ট স্বপন দেববর্মা রাত একটায় বন্দুক নিয়ে গুলি করে বলে শেষ পর্যন্ত নিশ্চিত করা হয়৷ উদ্দেশ্য কি ছিল কারো জানা ছিল না৷ দেখা যায় যে এই সময় গন্ডাছড়া বনদপ্তর এর রেঞ্জার রঞ্জন দেবনাথ শব্দ পেয়ে ঘুম থেকে উঠে স্বপন দেববর্মার হাত যে বন্দুক দিয়ে গুলি করেছিল তা কেড়ে নেন৷
টিএসআর ক্যাম্প থেকে ২৫ মিটার দূরত্বে এই ঘটনা৷ থানায় কিছু জানাননি বনদপ্তর রেঞ্জার নিরঞ্জন দেবনাথ৷ রবিবার গন্ডাছড়া এস ডিএফও সিদ্ধার্থ দেববর্মা সরকারি কাজে আমবাসা গিয়েছিলেন৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য জোরালো দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *