Trinamool leader arrested on suicide note : মানসিক ভারসাম্যহীন যুবতী ফাঁসীতে আত্মঘাতী , সুইসাইড নোটের সূত্র ধরে গ্রেপ্তার তৃণমূল নেত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ ইন্দ্রনগরে এক যুবতীর ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় প্রাক্তন পুর কাউন্সিলার তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের নেত্রী পান্না দেবকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ রবিবার তাকে আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত৷


এদিকে, পান্না দেবকে গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলে জোর জল্পনা শুরু হয়েছে৷ রাজনৈতিক মহলেও দেখা দিয়েছে উত্তেজনা৷ মৃত যুবতী রাজশ্রী দেব মানসিক রোগী ছিলেন৷ এক দশকেরও বেশী সময় ধরে ওই যুবতী বিভিন্ন ডাক্তারের তত্বাবধানে মানসিক রোগের চিকিৎসাধীন ছিল৷ একজন মানসিক রোগীর চিকিৎসা করানোর ক্ষেত্রে এলাকার লোকজনের সহযোগিতা নিয়েছিলেন মৃতার মা বাবা সহ পরিবারের লোকজন৷ এদিকে, জানা গিয়েছে মৃত যুবতী পান্না দেবের নিকটাত্মীয় ছিল৷ সেই সুবাদে তাদের বাড়িতে যাওয়া আসা ছিল৷ তবে, যেদিন ও যুবতী আত্মহত্যা করেছে সেদিন নাকি পান্না দেব বাড়িতেও ছিলেন না৷ ওই যুবতী আত্মহত্যার পূর্বে একটি সুইসাইড নোট লিখে গিয়েছে৷ ওই সুইসাইড নোটে পান্না দেব সহ যুবতীর আরও কয়েকজন নিকটাত্মীয়ের নাম উল্লেখ করেছে৷ যাদের নাম উল্লেখ করেছে তারা নাকি ওই যুবতীকে নানা ভাবা নির্যাতন করেছে৷


এদিকে, মৃতার মা জানিয়েছেন, মেয়ে রাজশ্রী যখন অতিমাত্রা পাগলামি করত তখন আত্মীয় স্বজনরা তাকে জোর জবরদস্তি করে ওষুধু খাওয়ানোর চেষ্টা করত৷ তখন ওই যুবতী চিৎকার করে বলত তাকে নাকি মেরে ফেলে হচ্ছে৷ এই বিষয়টি বহুবার হয়েছে৷ এলাকার লোকজন থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসকরা পর্যন্ত বিতশ্রদ্ধ হয়ে পড়েছিল৷ এই পরিস্থিতিতে ওই যুবতীর সুইসাইড নোটের গুরুত্ব কতটা সেটা নিয়ে প্রশ্ণ তুলেছেন মৃতার মা৷ যদিও পুলিশ পান্না দেবকে গ্রেপ্তার করেছে৷ বাকিদের এখনও গ্রেপ্তার করা হয়নি৷ পান্না দেব সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকের অভিযোগ বিরোধী দলের নেত্রী পান্না দেবকে মিথ্য মামলায় ফাঁসানো হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে৷
প্রসঙ্গত, শুক্রবার কাকভোরে ইন্দ্রনগর এলকোয় রাজশ্রী দেব নামে তেত্রিশ বছর বয়সী এক যুবতীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন৷ খবর পেয়ে জিবি ফারি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়৷ পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ এরপর থেকে শুরু হয়েছে তদন্ত৷ সুইসাইড নোটের সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে পান্না দেবকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *