সোনা জিতে দেশকে গর্বিত করলেন মণীশ, রুপোজয়ী সিংরাজকে অভিনন্দন মোদীর

টোকিও ও নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): টোকিও প্যারালিম্পিকে ভারতকে পদক উপহার দিলেন শুটার মণীশ নারওয়াল ও সিংরাজ আধানা। শুটিংয়ে (পি ৪ মিক্সড) ৫০ মিটার পিস্তল ইভেন্টে (এসএইচ ১) সোনা জিতেছেন মণীশ, ওই ইভেন্টেই রুপো জিতেছেন সিংরাজ আধানা। জন্ম থেকে ডান হাত প্রায় অকেজো মণীশের, কোনও বাধাই যে তাঁর কাছে বাধা নয়, তা প্রমাণ করে দিলেন মণীশ নারওয়াল। শনিবার বাঁ হাতেই ৫০ মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন মনীশ। সেই ইভেন্টেই রুপো জিতলেন ভারতের সিংহরাজ আদানা।

১৯ বছরের মণীশ প্যারালিম্পিকে রেকর্ড গড়ে সোনা জিতলেন। শনিবার তাঁর স্কোর ২১৮.২। রুপো জয়ী সিংরাজের স্কোর ২১৬.৭। ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ার সের্জি মালিশেভ। শুরুটা ভালই করেছিলেন সিংরাজ। প্রথম ১০টি শটের পর ৯২.১ পয়েন্ট স্কোর করে শীর্ষে ছিলেন তিনিই। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে থাকা মনীশের স্কোর ছিল ৮৭.২ পয়েন্ট। ১৮ নম্বর শটের শেষে চার নম্বরে ছিলেন মনীশ। পরের দুই শটে তিনি স্কোর করেন যথাক্রমে ১০.৮ এবং ১০.৫। সিংরাজকে টপকে সোনা নিশ্চিত করেন তিনি। এই নিয়ে টোকিও প্যারালিম্পিকে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১৫।

এই সাফল্যের জন্য মণীশ ও সিংরাজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “টোকিও প্যারালিম্পিক থেকে গৌরব অব্যাহত। তরুণ ও দুর্দান্ত প্রতিভাবান মণীশ নারওয়ালের দুর্দান্ত সাফল্য। তাঁর স্বর্ণপদক জয় ভারতীয় খেলাধুলার জন্য একটি বিশেষ মুহূর্ত। তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভকামনা।” অপর টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “দুর্দান্ত সিংরাজ আধানা আবারও করে দেখালেন! তিনি মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ১ ইভেন্টে এবার একটি পদক জিতেছেন। তাঁর কৃতিত্বের জন্য ভারত আনন্দিত। তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভ কামনা করছি।” উভয়কে ফোন করেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।