Even at the age of 90 : ৯০ বছর বয়সেও উমেন চন্দ্র রিয়াং বাশেঁর চাটাই বিক্রি করেই সংসার প্রতিপালন করতে বাধ্য হচ্ছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ধলাই জেলার গন্ডাছড়ার নিউ ভগিরথ কলোনির ধনুরাম পাড়ার ৯০ বছর বয়সেও উমেন চন্দ্র রিয়াং বাশেঁর চাটাই বিক্রি করেই সংসার প্রতিপালন করতে বাধ্য হচ্ছেন। রাজ্যের পাহাড়ি এলাকায় কাজ ও খাদ্যের যথেষ্ট অভাব দেখা দিয়েছে। কাজ ও খাদ্য সংকট মোকাবেলায় কোন সরকারের আমলে পর্যাপ্ত কোন ব্যবস্থা করা হয় না বলে অভিযোগ মিলেছে। জানা যায় গন্ডাছড়ার ডুম্বুরনগর ব্লকের আওতাধীন ভগিরথ এডিসি ভিলেজের নিউ ভগিরথ কলোনীর নিউ ধনুরাম পাড়ার বাসিন্দা উমেন চন্দ্র রিয়াং ৯০ বছর বয়সেও একটু ভাতের জন্য লড়াই সংগ্রাম করে জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।

এই বয়সেও তিনি জঙ্গল থেকে বাশঁ এনে বেত তুলে চাটাই তৈরি করে বিক্রি করে সংসার প্রতিপালন করেন । উমেন চন্দ্র রিয়াং এর ৬ জনের পরিবার। তিনি সরকারী ঘর, শৌচালয়, বিপিএল কার্ড সহ সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত । এমনকি ৯০ বছর বয়সেও তার কপালে জুটে নি বৃদ্ধ ভাতা। ভাতা পাওয়ার আশায় সিডিপিও অফিসে একাধিকবার আবেদন করেও কাজের কাজ কিছুই হয় নি। এমতাবস্থায় তিনি আবারও দাবি তুলছেন সরকারী একটু সাহায্য সহযোগিতার জন্য। শুধুমাত্র গন্ডাছড়ায় নয়, রাজ্যের বিভিন্ন স্থানে কাজ ও খাদ্যের অভাবে গিরিবাসীরা রীতিমতো জটিল সমস্যার সম্মুখীন হয়েছে।