নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্মচারী সংঘের পক্ষ থেকে চার দফা দাবিতে শনিবার মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। চার দফা দাবি নিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন দিল বিএমএস ভুক্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্মচারী সংঘ। ডেপুটেশন প্রদানের আগে এক মিছিল বস্তি এলাকা সফর করে। সেখান থেকে টাকা প্রতিনিধিদল মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান, তারা দীর্ঘদিন ধরেই নানা বিষয়ে বঞ্চিত হয়ে আসছেন। দুজন অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে কাজ করে আসে তাদেরকে এখনো পর্যন্ত নিয়মিত করা হয়নি। তাদেরকে নিয়মিতকরণের দাবি জানানো হয়েছে। কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা বজায় রাখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া প্রতি বছর কলকাতা থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার ফলাফল সংক্রান্ত মার্কশিট তৈরি করে আনতে দুই কোটি টাকা খরচ হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান রাজ্যে যাবতীয় পরিকাঠামো রয়েছে। এখানেই মার্কশিট তৈরি সহ যাবতীয় কাজকর্ম করার ব্যবস্থা করতে তাঁরা দাবি জানিয়েছেন। তাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং রাজ্যের টাকা বহির রাজ্যে যাবে না বলেও তারা মনে করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।