নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।।
রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণের সাথে সবচেয়ে বড় ধোঁকা হয়েছে। ভিশন ডকুমেন্ট অনুযায়ী যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই পালন করেনি বিজেপি সরকার। এ সরকার বলেছিল, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মিসকলে চাকরি দেওয়া হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে চাকরি মিস হয়ে গেছে।কর্মচারীদের সপ্তম পে কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে প্রতিশ্রুতিও পালন হয়নি। বাইরে থেকে মানুষ এনে আউটসোর্সিং -এর মাধ্যমে কাজ করানো হচ্ছে।
কিন্তু রাজ্যের ছেলেমেয়েরা কর্মসংস্থানের অভাবে ভুগছে। আইন শাসন বলতে কিছুই নেই। বিরোধী দলের নেতৃত্ব পীযূষ কান্তি বিশ্বাস, বীরজিৎ সিনহা, মানিক সরকার পর্যন্ত আক্রান্ত হয়েছেন। একটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে। বুধবার বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুললেন কংগ্রেসের রাজ্যে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ডঃ অজয় কুমার।
তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগনের স্বার্থে কোন কাজ হয়নি। আইন শাসন বলতে কিছু নেই। রাজনৈতিক পরিবেশ বদলানোর হাওয়া বইছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, দেশে ইউ পি এ সরকার থাকতে দেশে ২৬ কোটির কম মানুষ দারিদ্রতার রেখার নিচে নেমে আসে। কিন্তু বর্তমান বিজেপি সরকারের বেকারত্ব, অসুরক্ষা এবং বেরোজগারি কারণে গরিবের হার সবচেয়ে বেশি।
নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশে পেট্রোলের মূল্য ১০০ টাকার অধিক চলে গেছে। ৩ কোটির অধিক মানুষ মধ্যবিত্ত থেকে গরিবি রেখায় নেমে গেছে। আর এটাই বর্তমান দেশের অবস্থান। রাজনীতি মানে মানুষের সেবা করা। আঘাত নামিয়ে আনার নয় বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা।