Unidentified youth died : রেলের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, রানীবাজার, ২সেপ্টেম্বর।। রানীবাজার রেল ব্রিজ এলাকায় দ্রুতগামী রেলের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের ।বয়স আনুমানিক ৩৫ বছর। রাজ্যে রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। বৃহস্পতিবার রানির বাজার রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় আরো এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে রানির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন যুবককে তারা ওই এলাকায় কখনো দেখতে পাননি। কোথা থেকে কি করে ওই যুবক এখানে এসেছে এবং রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ইতিপূর্বে রাজ্যের থাকায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। পরপর এসব মৃত্যুর ঘটনায় জনমনে আতঙ্ক ক্রমশ বাড়ছে।