বৃষ্টিতে দিল্লির রাস্তায় জমল জল, হলুদ সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লি ফের বৃষ্টিতে ভিজল। বৃষ্টি এতটাই বেশি হয়েছে যে মুনিরকা-সহ দিল্লির বিভিন্ন নীচু এলাকায় জল জমে যায়, যানবাহন চলাচলও বিঘ্নিত হয়েছে। বুধবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয় দিল্লিতে, দিল্লির মিন্টো রোড, আইটিও, মুনিরকা প্রভৃতি এলাকায় শুরু হয় বৃষ্টি। আইএমডি জানিয়েছে, বুধবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় সফদরজং অবজারভেটরিতে ১১২.১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দিল্লিতে এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। এদিন সকাল ৫.৩০ মিনিট থেকে ৮.৩০ মিনিট পর্যন্ত সফদরজং অবজারভেটরিতে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লির আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দিনভর মেঘলা থাকবে দিল্লির আকাশ। দিনভর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।