নবম-দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু, পর্যায়ক্রমে স্কুল খুলছে দিল্লিতে

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি সরকারের ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। পূর্ব ঘোষণা মতোই বুধবার, ১ সেপ্টেম্বর থেকে রাজধানী দিল্লিতে খুলে গেল স্কুল। দিল্লিতে এদিন নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। ধীরে ধীরে পর্যায়ক্রমে অন্যান্য ক্লাসও চালু হবে। এরপর ৮ সেপ্টেম্বর থেকে দিল্লির স্কুলে শুরু হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ক্লাস। দিল্লিতে কোচিং ক্লাস, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলারও অনুমতি মিলেছে।

এদিন দিল্লির বিভিন্ন স্কুলে আগত ছাত্র-ছাত্রীরা বলেন, ‘করোনার ভয় তো রয়েছেই, তবে আমাদের পড়াশোনা তো করতেই হবে ও পরীক্ষায় বসতে হবে।’ বহুদিন পর স্কুল খুলে যাওয়ায় অধিকাংশ ছাত্র-ছাত্রীরাই খুশি। অনলাইন ক্লাসে তাঁরা যে কতটা ক্লান্ত হয়ে পড়েছিল, তাও অনেকেই বলেছেন। দ্বাদশ শ্রেণীর এক ছাত্র বলেন, অনলাইন ক্লাসের তুলনায় স্কুলে এসে পড়াশোনা করা অনেক ভালো। আমরা সবাই এই দিনের অপেক্ষায় ছিলাম। প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্ৰমণ রুখতে গত বছরের মার্চ মাসে দেশব্যাপী লাগু হয় লকডাউন, সেই থেকেই দিল্লিতে বন্ধ ছিল স্কুল।