BRAKING NEWS

stolen trees: বক্সনগর বন দপ্তরের কর্মীরা চোরাই গাছ সহ বুলেরো গাড়ি আটক করতে সক্ষম হয়েছে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৪ জুলাই।। গোপন খবরের ভিত্তিতে বড়ো সড়ো সাফল্য পেয়েছে বক্সনগর বন দপ্তরের কর্মীরা চোরাই গাছ সহ একটি বুলেরো গাড়ি আটক করতে সক্ষম হয়েছে,সূত্রে জানা গেছে যে আজ সকাল সাতটা সময় বক্সনগর বনদপ্তরে একটি গোপন খবর আসে যে TR01Z-1636 নম্বরের একটি বুলেরো গাড়ি বক্সনগর বনদপ্তরের অধীন নয়নজলা এলাকায় অবৈধভাবে গাছকেটে গাড়ি লোড করা হচ্ছে। এই খবর পেয়ে বক্সনগর বনদপ্তর এর পেট্রোলিং ইনচার্জ চিনময় দেবনাথ,তাদের কয়েক জন স্টাফ নিয়ে ছুটে যায়। ওইদিকে চুরাই কারবারিরা এই খবর পেয়ে পালানোর চেষ্টা করলে বক্সনগর বন দপ্তরের কর্মীরা নয়নজলা এলাকা থেকে গাড়ির পিছু ধাওয়া করে। বিশালগড় মহকুমা পুরাতল রাজনগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের সামনে গিয়ে গাড়িটিকে আটক করে ।কিন্তু গাড়ির চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়,পরবর্তী সময়ে গাড়িটিকে জেসিবি দিয়ে বক্সনগর বন অফিসে নিয়ে আসে ।কিন্তু এই অভিযান আগামী দিনও জারি থাকবে। ঘটনার বিবরণে জানা যায় গাড়ির মালিকের নাম কামাল হোসেন,বাড়ি বিশালগড় রতননগর(অক্কা চৌমুনী) এলাকায়। সূত্রের খবর বিশালগড় মহাকুমার ফুরাতল নাগবাড়ী পিঙ্কুশ নাথ এর দুইটি চুরাই মেইল এবং তিনটি বুলেরো গাড়ি এরমধ্যে একটি বুলেট গাড়ির নাম্বার হল TRO1U-1894। অপরদিকে কামাল হোসেনের একটি চোরাই মেইল রয়েছে,আর বন বিভাগ অধীনস্থ বিভিন্ন কাঠ গাছ কেটে নেওয়া মূল মাস্টার মাইন্ড বিশালগড় এবং বক্সনগরের,কামাল হোসেন,কিঙ্কুশ নাথ,মহাবোল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *