BRAKING NEWS

লকডাউন সফলতায় শহরজুড়ে মাইকিং কলকাতা পুলিশের

কলকাতা, ১৫ জুন (হি. স.): করোনা আবহে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বেড়েছে কার্যত লকডাউনের সময়সীমা । আজ ১৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলেও গতকাল নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অপরদিকে লকডাউন সফলতায় অত্যন্ত কড়া প্রশাসন । যাতে শহরবাসী সঠিকভাবে লকডাউন পালন করে তার জন্য মঙ্গলবার শহরজুড়ে মাইকিং কলকাতা পুলিশের ।
বেশ কিছুদিন আগেই অত্যন্ত হারে বেড়ে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা । এরপরেই ফের রাজ্যজুড়ে  কড়া বিধিনিষেধ আরোপ করে রাজ্য সরকার । বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও এখনও চলছে সেই কার্যত লকডাউন । লকডাউনের জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, বাস ও মেট্রো পরিষেবা । যদিও অপর দিকে বাজার, দোকান খোলা রাখার ক্ষেত্রে বেধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময় । জরুরী পরিষেবা ছাড়া রাস্তাঘাটে সাধারণ মানুষকে বেরোতে বারণ করা হচ্ছে । তবে, সেই সমস্ত বিষয়ে কড়া নজর কলকাতা পুলিশের । প্রতিনিয়ত শহরবাসীকে করোনা সচেতনতায় শহরবাসীকে সচেতন করা থেকে মাস্ক বিলি সবটাই করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে । মঙ্গলবার উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় কলকাতা পুলিশের তরফে চালানো হয় মাইকিং । মাইকিং করে বিনা কারণে রাস্তায় বেরোনো থেকে সঠিক সময় বাজার বন্ধ করে দেওয়ার জন্য এমনকি শহরবাসীকে মাস্ক পরার জন্য আবেদন জানানো হয় পুলিশের তরফে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *