BRAKING NEWS

করোনা আবহে এবার অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ বিদ্যাসাগর হাসপাতালে

কলকাতা, ১১ মে (হি. স.): গতবছর মার্চ মাস থেকে শহর জুড়ে জাঁকিয়ে রাজ করছে অদৃশ্য ভাইরাস করোনা। গোটা একটা বছর পেরিয়ে গেলেও এখনও বর্তমান করোনা। করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল সকলে। এরই মাঝে ফের কাঠগড়ায় শহরের আরও এক হাসপাতাল। মঙ্গলবার অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ উঠল বিদ্যাসাগর হাসপাতালের বিরুদ্ধে।
করোনা আবহে ইতিমধ্যেই চিকিৎসায় গাফিলতিতে থেকে অক্সিজেনের অভাব বেডের অভাবের অভিযোগ উঠেছে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে। এরই মাঝে অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে বিদ্যাসাগর হাসপাতালে। কিন্ত তারই মাঝে অভিযোগ, সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তিনজন রোগীর মৃত্যু হয়েছে বিদ্যাসাগর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে এমনটাই অভিযোগ মৃতদের পরিবারের সদস্যদের। ঘটনায় উত্তপ্ত বিদ্যাসাগর মেডিকেল কলেজ হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *