কাভিড-১৯ : রাজ্য সরকারের কাছে প্রস্তুতি সংক্রান্ত বিষয় জানতে চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ কোভিড-১৯ নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় বিষয় জানতে চাইল হাইকোর্ট৷ গতবছর হাইকোর্টে স্বতঃপ্রণোদিত একটি মামলা হয়েছিল৷ সেই মামলার প্রেক্ষিতে সোমবার হাইকোটে মামলার শুনানি হয়েছে৷


মামলাটি উঠে মুখ্য বিচারপতি এ এ কোরেশি এবং বিচারপতি এস তলাপাত্রের বেঞ্চে৷ গত আট মার্চ রাজ্য সরকারের তরফ থেকে এফডিভিট দিয়ে হাইকোর্টকে জানানো হয়েছিল চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য৷ এর মধ্যে রয়েছে প্যারামেডিকেল স্টাফ, পরিকাঠামো এবং করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়৷


হাইকোর্ট কোভিড-১৯ এর পরীক্ষার ক্ষেত্রে গতবছর যে পরিমান করা হচ্ছে তার থেকে বেশী এবারে করা হচ্ছে সেই বিষয়টিও হাইকোর্টের নজরে এসেছে৷ তারপরও হাইকোর্ট রাজ্য সরকারের কাছে বেশ কিছু প্রশ্ণ রেখেছে৷ সেই প্রশ্ণগুলি আগামী ১৭ মে এর মধ্যে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে৷ ১৭ মে এই মামলার পরবর্তী শুনানী হবে৷ হাইকোর্ট যেসব প্রশ্ণ রাজ্য সরকারের কাছে রেখেছে সেগুলির মধ্যে রয়েছে, কত সংখ্যক শয্যা রাখা হয়েছে৷ তার মধ্যে অক্সিজেন সহ এবং অক্সিজেন ছাড়া কত সংখ্যা৷ সেই সাথে শিশুরা আক্রান্ত হলে তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়েও রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *