করোনা চিকিৎসায় রেলওয়ের আইসোলেশন কোচ স্থাপন, চুক্তি স্বাক্ষরিত রাজ্য সরকারের

আগরতলা, ১০ মে (হি.স.)৷৷ করোনা আক্রান্তদের চিকিৎসায় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ত্রিপুরা সরকার৷ আজ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এবং রেলওয়ের অ্যাডিশনাল চিফ মেডিক্যাল সুপার আগরতলার মধ্যে ২০টি বগি-সম্পন্ন আইসোলেশন কোচ স্থাপনে মউ স্বাক্ষরিত হয়েছে৷ ত্রিপুরা সরকার এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে যৌথভাবে ওই কোচ পরিচালনা করবে৷


এ-বিষয়ে সদরের অতিরিক্ত মহকুমাশাসক বিনয়ভূষণ দাস বলেন, করোনা মোকাবিলায় অতিরিক্ত ব্যবস্থা হিসেবে রেলওয়ের আইসোলেশন কোচ ত্রিপুরায় স্থাপন করা হয়েছে৷ ২০টি বগিতে মোট ৩২০ শয্যাবিশিষ্ট ওই আইসোলেশন কোচ বর্তমানে বাধারঘাট স্টেশনে রয়েছে৷ তিনি বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করলে অতিরিক্ত শয্যার প্রয়োজন পড়বে৷ তাই এই ব্যবস্থা করা হয়েছে৷


তাঁর কথায়, রেলওয়ের এই আইসোলেশন কোচে সমস্ত ধরনের সুবিধা থাকবে৷ অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে ওই কোচে৷ এক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার রেলওয়ে দেবে, কিন্তু রিফিলিং করার ভার ত্রিপুরা সরকার বহন করবে৷ তেমনি প্যারা মেডিক্যাল স্টাফ ত্রিপুরা সরকার ব্যবস্থা করবে, কিন্তু কোচে তাপমাত্রা নির্ধারণ রেলওয়ের দায়িত্বে থাকবে৷


তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলায় বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত শয্যা রয়েছে৷ কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার নিলে তখন ওই আইসোলেশন কোচ ব্যবহার করা হবে৷ বিনয়বাবু জানিয়েছেন, আজ ওই আইসোলেশন কোচ পরিদর্শন করে দেখেছি৷ সমস্ত ব্যবস্থা ঠিকমতোই রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *