BRAKING NEWS

ভারতে ৩.৬৬-লক্ষাধিক সংক্রমণ, ৩,৭৫৪ বেড়ে মৃত্যু ২৪৬,১১৬ জনের

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): মারণ করোনাভাইরাস ভারতে আরও ৩,৭৫৪ জনের প্রাণ কেড়ে নিল। একইসঙ্গে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। এই সময়ে দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন। ভারতে সমানতালে চলছে টিকাকরণও। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৭,০১,৭৬,৬০৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় ৮,৫৮৯ জন বাড়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩৭.৪৫-লক্ষের (১৬.৫৩ শতাংশ) গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩,৬৬,১৬১ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,২৬,৬২,৫৭৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩,৭৫৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,৪৬,১১৬ জন (১.০৯ শতাংশ)। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭ জন।
দ্রুততার সঙ্গে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতা স্বস্তি দিচ্ছে প্রতিদিনই, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,৮৬,৭১,২২২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮২.৩৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৭ কোটি ০১ লক্ষ ৭৬ হাজার ৬০৩ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬,৮৯,৬৫২ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *