BRAKING NEWS

ব্রাজিলে দৈনিক মৃত্যু কমে ৯৩৪, কোভিডে আক্রান্ত ৩৪,১৬২ জন

রিও ডি জেনেইরো, ১০ মে (হি.স.): ব্রাজিলে এক ধাক্কায় অনেকটাই কমল করোনা-আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও এক হাজারের নীচে নেমেছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু ৯৩৪ জনের, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪,১৬২ জন। ফলে এযাবৎ ব্রাজিলে ৪ লক্ষ ২২ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ৯৩৪ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৪১৮-তে পৌঁছেছে।
করোনা-সংক্রমিত রোগীর সংখ্যাও অনেকটাই কমেছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৩৪,১৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ব্রাজিলে ১৫,১৮৪,৭৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩,৭১৪,১৩৫ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১০,৪৮,২৩৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *