BRAKING NEWS

রাজ্যের বিভিন্ন স্থানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ হাওরের বাজার উপ-স্বাস্থ্যকেন্দ্রের অধীনে হাওরের বাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ৮ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা তামাক সেবনের কুফল এবং তামাক সেবন থেকে সকলকে দূরে থাকার জন্য সচেতনতামূলক আলোচনা করেন৷ তাছাড়াও শিশুদের নিয়মিত টিকাকরণ, নবজাতক ও গর্ভবতী মায়েদের যত্ন করার পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীদের মধ্যে এখনও যাঁরা আয়ুমান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে ই-কার্ড করেননি, তাঁদের এই কার্ড করার জন্য আহ্বান করা হয়৷ উক্ত অনুষ্ঠানে মোট ২২ জন এলাকাবাসী, এমপিডব্লিও, অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মী উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সকলকে পুষ্টিকর খাবার প্রদান করা হয়৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


এদিকে, বৈষ্ণব টিলা উপ স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর পরিষদের ৪৮ নং ওয়ার্ডে আরবান স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীগণ শিশুদের নিয়মিত টিকাকরণ, শিশু ও গর্ভবতী মায়েদের যত্ন, প্রবীণ নাগরিকদের কোভিড-১৯ টিকা গ্রহণ এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন৷ অনুষ্ঠানে ১৬ জন মা ও শিশু উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সকলকে পুষ্টিকর খাবার দেওয়া হয়৷ অনুষ্ঠানে উপ স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীগণ উপস্থিত ছিলেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


অন্যদিকে, মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ভাটি মাছমারা উপ স্বাস্থ্যকেন্দ্রের অধীনে দীনেশ ভৌমিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ৮ এপ্রিল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ উক্ত শিবিরে ২৭ জন রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷ এদের মধ্যে পেটের অসুুখ ছিল পাঁচ জনের ও অন্যান্য রোগীর সংখ্যা ছিল ২২ জন৷ এই অনুষ্ঠানে অসংক্রামক রোগ যেমন- উচ্চরক্তচাপ ও মধুমেহ রোগ প্রতিরোধ সম্পর্কে স্বাস্থ্যকর্মীরা সচেতনতামূলক আলোচনা করেন৷ তছাড়াও ৬ মাস পর্যন্ত শিশুদের মায়ের দুধ খাওয়ানো ও ৬ মাসের পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানো,জল ফুটিয়ে পান করা, রক্তাল্পতা প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও এবং অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মীগণ৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


এদিকে, পেঁচারথল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন বাগাইছড়া উপ স্বাস্থ্যকেন্দ্রের অধীনে ইয়াচিনছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১৩ এপ্রিল স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে মোট ৪০ জন রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷ এদের মধ্যে জরের রোগী ছিল এক জন, শ্বাসযন্ত্রের সংক্রমণ ছিল একজনের, উচ্চরক্তচাপজনিত সমস্যা ছিল দুজনের ও অন্যান্য রোগীর সংখ্যা ছিল ৩৬জন৷ উক্ত শিবিরে ৩০ বছরের উপরের পুরুষ ও মহিলাদের উচ্চরক্তচাপ পরীক্ষা করা হয়৷ এই শিবিরে নবজাত শিশুর সঠিকভাবে যত্ন করা, গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব, ডায়ারিয়া, ম্যালেরিয়া ও কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা নিয়ে সি এইচ ও আলোচনা করেন৷ তাছাড়া জল ফুটিয়ে খাওয়ার জন্য ও রক্তাল্পতা সম্পর্কেও আলোচনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও, সি এইচ ও এবং আশাকর্মীগণ৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷
অন্যদিকে, গোমতী জেলার আওতাধীন অম্পি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আজ ১৩ এপ্রিল সালকা পাড়াতে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ উক্ত শিবিরে মোট ৪০ জন গ্রামবাসী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন৷ শিবিরে এমপিডব্লিও অর্জুন ভৌমিক ম্যালেরিয়া, ডায়েরিয়া, যক্ষা, কুষ্ঠরোগ এবং সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ করার পরামর্শ প্রদান করেন৷ পরিশেষে রোগীদের বিণামূল্যে ঔষধ বিতরণ করা হয়৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *