BRAKING NEWS

করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার দাবীতে রাজধানীতে মিছিল বামপন্থী ছাত্রসংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ চলছে৷ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ এই মুহূর্তে ছাত্র-ছাত্রীদের জীবন সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে বাম ছাত্র সংগঠনগুলি যৌথভাবে রবিবার শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে৷ মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে উপস্থিত এস এফ আই রাজ্য সভাপতি সন্দীপন দেব বলেন, উচ্চ শিক্ষা স্তরে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফর্ম পূরণ সহ বিভিন্ন বিষয়ে প্রতিদিন কলেজগুলিতে ভিড় জমেছে৷


ফলে করোনা সংক্রমণে কোনো নিরাপত্তা নেই ছাত্র-ছাত্রীদের৷ তাই ছাত্র-ছাত্রীদের সুরক্ষার দাবিতে সংশ্লিষ্ট দপ্তরের ইতিবাচক ভূমিকা গ্রহণ করার দাবি জানান৷ আরো বলেন, সুকলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা বিভাগ পুনরায় চালু করতে হবে এবং মহাবিদ্যালয়গুলিতে স্থায়ী পদে অধ্যাপক নিয়োগ করতে হবে৷ সরকার যদি দাবি গুলো অবিলম্বে পূরণ না করে তাহলে পুনরায় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি৷ দাবিগুলি সামনে রেখে এস এফ আই এবং টি এস সি এদিন বিক্ষোভ মিছিল করে শহরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *