BRAKING NEWS

করোনা-আবহে হরিদ্বারে মহা কুম্ভমেলা, হর কী পৌরিতে শাহিস্নান সাধু ও ভক্তদের

হরিদ্বার, ১২ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তে যখন গোটা দেশ উদ্বিগ্ন ও চিন্তিত, এই সময়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভ মেলায় ধরা পড়ল ভিন্ন ও আতঙ্কের চিত্র। সোমবার কাতারে কাতারে পুণ্যার্থী ও সাধুরা শাহি স্নান করলেন হরিদ্বারের গঙ্গায়। ফলে হর কী পৌরি-সহ সর্বত্রই কোভিড বিধি প্রায় শিকেয় উঠেছে। সকাল সাতটা পর্যন্ত শাহি স্নান করেন সাধারণ ভক্তরা, এরপরই হর কী পৌরিতে শাহি স্নান করেন জুনা আখারার সাধুরা, শাহি স্নান করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধুরা। আশ্চর্যের বিষয় হল, সামাজিক দূরত্ব তো দূর অস্ত বহু পুণ্যার্থীর মুখে মাস্ক পর্যন্ত ছিল না।
স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বিধিনিষেধকে যেন ‘প্রহসনে’ পরিণত করা হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী সামাজিক দূরত্ব অগ্রাহ্য করে, মাস্ক না পরে ঘেঁষাঘেষি ভাবে গঙ্গায় স্নান করেছেন। প্রতি ১২ বছর অন্তর কুম্ভমেলা হয়। লক্ষ লক্ষ পুণ্যার্থী শাহি স্নানের জন্য আসেন হরিদ্বারে। কিন্তু এ বারের কুম্ভমেলা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে হচ্ছে। দেশে করোনার প্রকোপ বেড়েই চলেছে। তাই গঙ্গার সমস্ত ঘাটে কোভিড বিধি মেনে চলার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বড় জমায়েত এড়াতে আহ্বান জানিয়েছেন। কিন্তু পুণ্যার্থীদের অনেকেই বলছেন, বাস্তবে এটা সম্ভব নয়। বাস্তবেও তাই দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *