ব্রাজিলে অনেকটাই কমল করোনা-সংক্রমণ, দৈনিক মৃত্যুও কমে ১,৮২৪

রিও ডি জেনেইরো, ১২ এপ্রিল (হি.স.): ব্রাজিলে একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ, পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ১ হাজার ৮২৪ জনের প্রাণ, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭,৫৩৭ জন। ফলে বাড়তে বাড়তে ব্রাজিলে ৩ লক্ষ ৫৩ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (রবিবার) ব্রাজিলে নতুন করে ১ হাজার ৮২৪ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৩-তে পৌঁছেছে।
করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা একধাক্কায় ৪০-হাজারের নীচে নেমে এসেছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৩৭,৫৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ব্রাজিলে ১৩,৪৮২,৫৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১,৮৮০,৮০৩ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১২,৪৮,৪৪৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *