BRAKING NEWS

রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি তালিকায় মাসুদ : স্বাগত জানাল আমেরিকা

ওয়াশিংটন, ২ মে (হি.স.): দীর্ঘ কূটনৈতিক দৌত্যের রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি তালিকায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের নাম অন্তর্ভুক্তি হয়েছে| এর আগে চার বার বাধা দিলেও, ৱুধবারই নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে সায় দিয়েছে চিন| নিষিদ্ধ আন্তর্জাতিক জঙ্গি তালিকায় মাসুদ আজহারের নাম অন্তর্ভুক্তি প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে ইউএস মিশনের মুখপাত্র জানিয়েছেন, ‘রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ তালিকায় মাসুদ আজহারের নাম অন্তর্ভুক্তি হওয়াকে স্বাগত জানাচ্ছে আমেরিকা|’ নিষিদ্ধ জঙ্গি তালিকায় মাসুদের নাম অন্তর্ভুক্তি হওয়ার ফলে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হবে| পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি মাসুদের সংগঠন ও গতিবিধিও নিয়ন্ত্রণ করবে| অর্থাত্ মাসুদ আজহার রাষ্ট্রপুঞ্জের য়ে কোনও সদস্য রাষ্ট্রে প্রবেশ করলে সেই দেশ মাসুদকে আটক করতে বাধ্য| স্বাভাবিকভাবেই গোটা পৃথিবী জুড়েই মাসুদের গতিবিধি নিয়ন্ত্রিত হয়ে যাবে|

ইউএস সেক্রেটারি অফ স্টেট জানিয়েছেন, ‘জেইএম-এর মাসুদ আজহারকে নিষিদ্ধ সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে মধ্যস্থতা করার জন্য ইউএস মিশনকে অভিনন্দন| দীর্ঘ প্রতীক্ষিত এই পদক্ষেপ আমেরিকার কূটনৈতিক সাফল্য| সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক কমিউনিটি এবং দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ|’ প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের সদস্য হিসেবে পাকিস্তানও এবার মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য| অবিলম্বে মাসুদকে গ্রেফতার করে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে পাকিস্তানকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *