BRAKING NEWS

বাংলাদেশে পাচারকালে চুরি যাওয়া বাইক সহ দুই যুবক ধৃত কলমচৌরায়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ সেপ্ঢেম্বর৷৷ আজ সোমবার সাত সকালেই কলমচৌড়া থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম পুটিয়া

বাইক সহ দুই যুবক

থেকে দুটি মোটর বাইক উদ্ধার করল কলমচৌড়া থানার পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে এই সাফল্য বলে জানিয়েছেন কমলচৌড়া থানার ওসি কৃষ্ণধন সরকার৷ যদিও বাংলাদেশে পাচারকালে এই মোটর বাইকগুলির সঙ্গে থাকা চার যুবকের মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিন্তু অপর দুই চোর পুলিশের চোখে ধূলো দিয়ে পালিয়ে গেছে৷ ধৃতরা হল সুদীপ কুমার সাহা (৩৫) পিতা দিলীপ সাহা, নেতাজী চৌমুহনী আগরতলা এবং নির্মলেন্দু চৌধুরী (৩৩) পিতা রতি রঞ্জন চৌধুরী আগরতলা ভট্টপুকুর৷ পুলিশ ধৃতদেহ জোর জিজ্ঞাসাবাদ করছে৷ কোথা থেকে এই বাইকগুলি চুরি করা হয়েছে এবং এই চোর চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে তা জানার জন্য৷ সাংবাদিকদের নেওয়া সাক্ষাৎকারে ওসি কৃষ্ণধন সরকার জানান, পুটিয়া এলাকা- বাসীর একান্ত সহযোগিতার ফলে এই অভিযানের সফলতা অর্জন করা গেছে৷ এছাড়াও থানা এলাকার বিভিন্ন গ্রাম যেমন রহিমপুর, কলসীমুড়া, কলমচৌড়া সীমান্ত দিয়ে প্রচুর মোটর বাইক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চোরাচালন করা হচ্ছে৷ যা কিনা বিএসএফ এর কঠোর নজরদারীর ঘাটতি বয়ে গেছে বলে তিনি জানান৷ তবে শিঘ্রই বিষয় পুলিশ ব্যাপারে বি এস এফ কমান্ডেন্ট এর সঙ্গে বৈঠক করে কঠোর নজরদারীর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *