BRAKING NEWS

উত্তর প্রদেশের বান্দায় ইলেকট্রিক খুঁটিতে বাসের ধাক্কা, আগুনে পুড়ে মৃত্যু ৬ জন যাত্রীর

লখনউ, ২০ মে (হি.স.): উত্তর প্রদেশের বান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারল উত্তর প্রদেশ স্টেট রোডওয়েজ ট্রান্সপোর্ট কর্পোরেশন (ইউপিএসআরটিসি)-এর একটি বাস| এই ঘটনায় আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলা সহ ৬ জন যাত্রীর| জখম হয়েছেন অন্তত ২৫ জন| শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে ইউপিএসআরটিসি-র একটি বাস হামিরপুর যাচ্ছিল| সকাল তখন ৯.৩০ মিনিট হবে, জসপুরা পুলিশ স্টেশনের অন্তর্গত ভাথা জসপুরা রোডে, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সোজা গিয়ে ধাক্কা মারে হাইটেনশন বিদু্যতের খুঁটিতে| এরপরই বাসটিতে বিদু্যতের তার ছিঁড়ে পড়লে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়|
জ্বলন্ত বাসে আটকে পড়েন যাত্রীরা| আগুনে পুড়ে মৃত্যু হয় এক মহিলা সহ ৬ জন যাত্রীর| অন্তত ২৫ জন যাত্রীকে জখম অবস্থায় হামিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে| মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *