BRAKING NEWS

সর্বদলীয় বৈঠকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলিকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ জানাল নির্বাচন কমিশন| ইভিএম -এ কারচুপির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুক্রবার ডাকা সর্বদল বৈঠক হয় | দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবের এই বৈঠকে যোগ দেওয়া রাজনৈতিক দলগুলি কমিশনের কথা মানতে না চাওয়ায় এদিনর তাদের ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ জানায় কমিশন|
জানা গেছে, এদিনের বৈঠকে যোগ দেয় দেশের সাতটি জাতীয় এবং ৪৮টি আঞ্চলিক দল | সেখানেই কোনও পরিস্থিতিতেই ইভিএম হ্যাক করা সম্ভব নয় বলে এদিন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের বোঝানোর চেষ্টা করে নির্বাচন কমিশন| কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল তা মানতে অস্বীকার করলে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় নির্বাচন কমিশন|কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভোটযন্ত্রে কারচুপি করা সম্ভব, তা প্রমাণ করে দেখাক রাজনৈতিক দলগুলি| ইভিএমে পরীক্ষা চালাতে দেশের সাতটি জাতীয় এবং ৪৮টি আঞ্চলিক দলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি| আগামী রবি ও সোমবার এই দুদিন প্রত্যেককে সুযোগ দেওয়া হবে| সেখানে ইভিএমের গলদ বের করে দেখান|
প্রসঙ্গত যে কোনও নির্বাচনে যখন সম্ভবনাময় দলগুলি ভোটে হেরে যায় তখনই ইভিএম কারচুপির অভিযোগ ওঠে| সদ্য শেষ হওয়ায় পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে হারে গেরুয়া ঝড়ের সামনে উড়ে গিয়েছিল বিরোধী দলগুলি| যার পর বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস, আম আদমি পার্টি সহ অন্য দলগুলি| দিল্লি পুরভোটে মুখ থুবড়ে পড়ার পরও নতুন করে ইভিএম বিতর্ক খুঁচিয়ে তুলেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| আইআইটির ছাত্র হওয়ার সুবাদে কয়েক ঘণ্টার মধ্যে ইভিএম হ্যাক করে দেখিয়ে দিতে পারেন বলে হুংকার দেন কেজরি| এই অবস্থায় নির্বাচন কমিশন শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকে বোঝানোর চেষ্টা করে কোনওমতেই ইভিএম হ্যাক করা সম্ভব নয় | তবে বেশিরভাগ রাতনৈতিক দল কমিশনের কথা মানতে না চাওয়ায় উপস্থিত রাজনৈতিক দলগুলিকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ জানায় কমিশন| এখন দেখার ইভিএম কারচুপির অভিযোগ তোলা রাজনৈতিক দলগুলি তাদের দাবি সত্যতা প্রমানে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *