BRAKING NEWS

এবার রাম মন্দির নির্মাণে ইট নিয়ে হাজির মুসলিম করসেবকরা

লখনউ, ২১ এপ্রিল (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির নির্মাণে নয়া মোড়| মন্দির নির্মাণের জন্য ইট নিয়ে আসলেন করসেবকরা| শুক্রবার ট্রাক বোঝাই ইট নিয়ে অযোধ্যার বিতর্কিত জমির কাছে হাজির হয় মুসলিম করসেবক মঞ্চের সদস্যরা|

ভারতে রামের জন্মস্থানেই হওয়া উচিত রাম মন্দির| এই দাবিতে অযোধ্যায় রাম মন্দির বানানোর দাবিতে শহরের রাস্তায় ১০টি হোর্ডিং দিয়েছিল মুসলিম করসেবক মঞ্চ| সেই মন্দির নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবেই এদিন ইট নিয়ে পৌঁছানো হয়েছে অযোধ্যায়| যদিও এহেন সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত মুসলিম করসেবক মঞ্চের সভাপতি আজম খান|

স্পর্শকাতর এই রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে| আড়াই দশক আগে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে মাথাচাড়া দিয়েছে এই বিতর্ক| আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রস্তাব দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত| আলোচনায় সমাধান সূত্র না পাওয়া গেলে আদালত হস্তক্ষেপ করবে| সুপ্রিমকোর্টের পরামর্শ মেনেই নিজের সম্প্রদায়ের মানুষদের সম্প্রীতির পথে এগিয়ে চলার কথা পরামর্শ দেন আজম খান| রাম মন্দির নির্মাণের জন্য সারা দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে ইট সরবারহ করার আবেদনও জানানো হয়|

সমাজবাদী পার্টির নেতা আজম খানের আবেদনে সাড়া দিয়েই এদিন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ইট নিয়ে উপস্থিত হন মুসলিম করসেবক মঞ্চের সদস্যরা| কিন্তু এই ঘটনায় অযোধ্যার আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন| ইট নিয়ে যাওয়ার পথেই আটকানো হয় মুসলিম করসেবকদের| মন্দির বন্ধ হয়ে গিয়েছে বলে তাঁদের নয়াঘাট বাঁধের কাছে পাঠিয়ে দেওয়া হয়| আপাতত সেখানেই রয়েছে রাম মন্দির নির্মাণের জন্য আসা ইট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *