BRAKING NEWS

আয়কর রিটার্ন ফাইলের জন্য আধার অত্যাবশ্যকতায় নারাজ শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : আয়কর রিটার্ন ফাইলের জন্য আধার কার্ড অত্যাবশ্যক করার যৌক্তিকতাতে নারাজ সুপ্রিমকোর্ট| কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত| শীর্ষ আদালতের আরও প্রশ্ন, আধার অত্যাবশ্যক হলে কি সত্যিই জাল প্যান কার্ড ও রেশন কার্ডের ব্যবসা বন্ধ করা যাবে?
প্যান কার্ড পেতে ও আইটি রিটার্ন ফাইল করতে আধার আবশ্যক করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে কেরলের এক প্রাক্তন মন্ত্রী আদালতের দ্বারস্থ হন| সেই মামলার শুনানিতে বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ কেন্দ্রের প্রতিনিধিত্ব করা অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির উদ্দেশ্যে মন্তব্য করে, এটা কি কোনও সমাধান? লোকের ওপর জোর করে আধার কার্ড চাপিয়ে দেওয়া হচ্ছে?
জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, জাল রেশন কার্ড ও প্যান কার্ডে বাজার ভরে গিয়েছে, এ সবের সাহায্যে বেআইনি লেনদেন হচ্ছে| একজন ভিন্ন ভিন্ন নামে একাধিক প্যান কার্ড করাচ্ছেন| তাই আধার কার্ড অত্যাবশ্যক হওয়া প্রয়োজন| শীর্ষ আদালত বলে, সাংবিধানিক বেঞ্চই যখন গোপনীয়তার স্বার্থে আধারের যৌক্তিকতা নিয়ে রায়দান না হওয়া পর‌্যন্ত সরকারকে আধার ইচ্ছাসাপেক্ষ করার নির্দেশ দিয়েছে| জবাবে রোহতগি বলেন, জাতীয় নিরাপত্তা ও পরিচয় সুরক্ষার স্বার্থে আদালতই বিশেষ কিছু ক্ষেত্রে আধার অত্যাবশ্যক করার নির্দেশ জারি করে| সিম কার্ড পেতে আধার অত্যাবশ্যক করার কথা শীর্ষ আদালতই জানায়| আয়কর আইনের ১৩৯এ ধারায় আইটি রিটার্নের জন্য প্যান কার্ড অত্যাবশ্যক| তবে এ নিয়ে আগামী ৱুধবার চূড়ান্ত শুনানি হবে বলে জানা গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *