BRAKING NEWS

লাহোরে পুলিশের গুলিতে খতম ১০ সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক

লাহোর, ৮ এপ্রিল (হি.স.): লাহোরের মল রোডে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় জড়িত ১০ জঙ্গিকে নিকেশ করল কাউন্টার টেররিজিম বিভাগ (সিটিডি)-এর কর্মীরা| শনিবার ভোররাতে পঞ্জাব পুলিশের কাউন্টার টেররিজিম বিভাগের কর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ১০ জঙ্গি| সিটিডি-র তরফে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে লাহোরের মল রোডে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল নিহত এই ১০ জঙ্গি| এরা প্রত্যেকেই জামাত-উল-আহারার ও তারেক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে যুক্ত ছিল|

সিটিডি-র আধিকারিকরা জানিয়েছেন, শনিবার ভোরে আত্মঘাতী জঙ্গি হামলায় সাহায্য করা আনওয়ার হক, ইরফান ও ইমাম শাহকে সঙ্গে নিয়ে পুলিশ বাকি জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করে| মানাওয়ান এলাকায় পেঁ ছলে লুকিয়ে রাখা অস্ত্র ও বিস্ফোরকের সন্ধান মেলে| সেই সময় লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালালে পুলিশও পাল্টা জবাব দেয়| দু’পক্ষের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াইয়ে খতম হয়েছে ১০ জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড ও বেশ কিছু বিস্ফোরক|

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে লাহোরের মল রোড| বিস্ফোরণ হয় পঞ্জাব বিধানসভা ভবনের কাছেই| আত্মঘাতী বিস্ফোরণে ট্র্যাফিক পুলিশের ডিআইজি সহ মোট ১৪ জন প্রাণ হারান| জখম হন অন্তত ৫০ জন| বিস্ফোরণের সময় মল রোডের চেয়ারিং ক্রসের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন কেমিস্ট ও ওষুধ প্রস্তুতকারকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *