BRAKING NEWS

চোরাচালানের জন্য মজুত কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ রাজ্যে নেশা সামগ্রীর চোরাচালান ব্যাপক আকার ধারণ করেছে৷ ফেন্সিডিল, গাঁজা, কোরেক্স এর পাশাপাশি হেরোইন, ব্রাউন সুগারের মতো আন্তর্জাতিক মানের নেশা সামগ্রীর চোরাচালান হচ্ছে৷ পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে  চোরাচালানের জন্য মজুত রাখা ২২০ পেকেট ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার মনু থানার অধীন মারাক পাড়ায়৷  সংবাদে প্রকাশ মঙ্গলবার রাতে স্থানীয় এসডিপিও জাস্টিন যোশেফের কাছে গোপন সূত্রে খবর আসে যে মারাক পাড়ার একটি পরিত্যাক্ত টংঘরে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার মজুত রাখা আছে৷ সেই খবরের ভিত্তিতে এসডিপিও এবং মনু থানার ওসি দেবাশিষ সাহা সহ বিশাল পুলিশ ও টিএসআর মারাক পাড়ায় যায়৷ সেখানে গিয়ে একটি পরিত্যাক্ত টংঘরে তল্লাসী চালিয়ে ২২০ প্যাকেট ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে৷ তবে কে বা কারা এই ব্রাউন সুগার সেখানে মজুত করেছিল সেই সম্পর্কে কাউকেই সনাক্ত করতে পারেনি পুলিশ৷ উদ্ধার করা ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা৷ প্রসঙ্গত, দুই তিন বছর যাবৎ ব্রাউন সুগার চোরাচালানের একটি চক্র রাজ্যে সক্রিয় রয়েছে৷ এই চক্রটি আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *