BRAKING NEWS

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ, ডেপুটি কেশবপ্রসাদ মৌর্য ও ডঃ দীনেশ শর্মা

লখনউ, ১৮ মার্চ (হি.স.) : অবশেষে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের পরিষদীয় নেতা নির্বাচিত হলেন যোগী আদিত্যনাথ| আগামীকাল রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন| পাশাপাশি উপমুখ্যমন্ত্রীর পদে কেশবপ্রসাদ মৌর্য ও বিজেপি নেতা-বিধায়ক ডঃ দীনেশ শর্মা দুজনকে বসানো হতে পারে বলে সূত্রের খবর|

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে এবার বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় আসে| কিন্তু প্রশ্ন উঠেছিল রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন| মুখ্যমন্ত্রীর পদের জন্য যোগী আদিত্যনাথের পাশাপাশি নাম উঠেছিল রাজ্য বিজেপির সভাপতি কেশব মোর্যেরও| অবশেষে অবসান হল সেই জল্পনার| শনিবার বিকালে দলের পরিষদীয় নেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচন করতে বৈঠকে বসে বিজেপি পরিষদীয় দল| লোকভবনে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেন দলের বিধায়করা| বিজেপি নেতৃত্বের ম্যারাথন আলোচনার পর গোরখপুরের সাংসদ যোগী আদিত্যনাথকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে|

মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসাবে অনেকটাই পাল্লা ভারী ছিল গোরক্ষপুরের বিজেপি সাংসদের| তিনিই নাকি প্রথম পছন্দ ছিলেন বিধায়কদের একটা বড় অংশের| কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিংহের নাম আগে শোনা গেলেও শেষ পর্যন্ত সরে দঁাড়ান তিনি| সূত্রের খবর, আদিত্যনাথের ডেপুটি হতে চলেছেন কেশব প্রসাদ মৌর্য ও ডঃ দীনেশ শর্মা| এই প্রথম উত্তরপ্রদেশে এবার দুজনকে উপমুখ্যমন্ত্রীর পদে বসানো হতে পারে| দুজনকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো নিয়েও দলের অন্দরে চলছে জোর জল্পনা| এদিনের বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও ভুপেন্দ্র যাদব| এছাড়া উপস্থিত ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী কলরাজ মিশ্র|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *