BRAKING NEWS

তিন তালাক প্রথার বিরুদ্ধে দেশজুড়ে ১০ লাখেরও বেশি মুসলিমের স্বাক্ষর

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : তিন তালাক প্রথায় ইতি টানার জন্য আহ্বান এবার মুসলিমদের মধ্যে থেকেই| দেশজুড়ে ১০ লাখেরও বেশি মুসলিম তিন তালাক বন্ধ করার জন্য পিটিশনে স্বাক্ষর করেছেন| তাত্পর্যপূর্ণভাবে তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা| আরএসএসের মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই সই সংগ্রহ অভিযান চালায়| জানা গিয়েছে, তিন তালাকের ইতি চাইছেন বিরাট সংখ্যক মুসলিম|

তিন তালাকের অবসান চেয়ে সুপ্রিমকোর্টে একটি পিটিশন জমা দিয়েছেন একাধিক মহিলা| কেন্দ্রীয় সরকারও শীর্ষ আদালতে এফিডেভিট জমা দিয়েছে| কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তারা মনে করে, তিন তালাক প্রথা নারী অধিকার ও সমতার বিরুদ্ধে| এর মাধ্যমে সমাজে জাঁকিয়ে বসেছে লিঙ্গ বৈষম্য| তিন তালাক, নিকাহ হালালা ও বহু বিবাহ বজায় রাখা উচিত কিনা সিদ্ধান্ত নিতে শীর্ষ আদালতের রায় চাওয়া হয়েছে|

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড অবশ্য দাবি করেছে, শরিয়ত মেনেই বজায় রাখা উচিত তিন তালাক প্রথা| মুসলিমদের ব্যক্তিগত আইনে কোনওভাবেই হস্তক্ষেপ করা উচিত নয় বলে তারা মন্তব্য করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *