BRAKING NEWS

পাঁচ রাজ্যের ভোটে পদ্ম শিবির উচ্ছসিত, হতাশাগ্রস্ত সপা, বসপা, আপ ও কংগ্রেস

নয়াদিল্লি, ১১ মার্চ৷৷ পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফলে উচ্ছসিত বিজেপি শিবির৷ অন্যদিকে, হতাশাগ্রস্ত কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং আম আদমি পার্টি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পাঁচ রাজ্যের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন৷ অমিত শাহ-এর দাবি বিজেপি ঐহিাসিক ফলাফল করেছে৷ নির্বাচনি ফলাফলে জাতিবাদ, পরিবাততন্ত্র এবং তোষণের রাজনীতির পরিসমাপ্তি হয়েছে৷ এদিকে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির ভরাডুবিতে ক্ষুব্ধ হয়ে সমাজবাদী পার্টি নেতা শিবপাল যাদব বলেন, অহংকারীদের পরাজয় হয়েছে৷ এদিকে, মায়াবতী ভোট যন্ত্রে কারচুপির অভিযোগ এনেছেন৷ তবে কংগ্রেস জনাদেশ মেনে নিয়েছে৷ সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন, মানুষের হয়তো আমার এক্সপ্রেসওয়ে পছন্দ হয়নি৷ তাই বুলেট ট্রেনের পক্ষে ভোট দিয়েছেন৷ কিন্তু, কোন ভাবেই কংগ্রেসের সঙ্গ ছাড়বেন না দৃঢ়তার সাথে তাও তিনি জানিয়েছেন৷
উত্তরপ্রদেশে ঐতিহাসিক ফল বিজেপির৷ এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার পার করল গেরুয়া শিবির৷ ধুয়ে মুছে সাফ বিরোধীরা৷ মুখ থুবড়ে পড়ল রাহুল-অখিলেশ জোট৷ প্রায় সব বুথ ফেরত সমীক্ষাকে ভুল করেই উত্তরপ্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি৷ ফলাফলে উচ্ছ্বসিত গেরুয়া শিবির৷ এই জয়কে উত্তরপ্রদেশের মানুষের জয় বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী মোদি টুইট করে জানালেন, উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ৷ বিজেপির ঐতিহাসিক জয়৷ সুশাসন ও উন্নয়নের জয়৷ কাশীর মানুষকে অভিনন্দন৷ অভিনন্দন কাশীর সাংসদ হিসেবে৷ মোদি টুইটে আরো লিখলেন, উত্তরাখন্ডের জয় তাৎপর্যপূর্ণ৷ বিজেপি সব শক্তি নিয়ে মানুষের সেবা করবে৷ দেবভূমির বাসিন্দাদের এই আশ্বাস দিচ্ছি৷
উত্তরপ্রদেশের নির্বাচনে শোচনীয় বিপর্যয় দলের বিপক্ষে একটা বড় আঘাত বলে মেনে নিল কংগ্রেস৷ এবার সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে ভোটের লড়াইতে নেমেছিল কংগ্রেস৷ কংগ্রেস মোদি ঝড়ের মুখে দেশের সবচেয়ে বড় রাজ্যে কার্যত ধুলিসাৎ হয়ে গিয়েছে দেশের সবচেয়ে প্রাচীন দল৷ গোবলয়ের এই রাজ্যে একটা সময় একচ্ছত্র আধিপত্য ছিল কংগ্রেসের৷ গাঁন্ধী পরিবারের সদস্যরা এই রাজ্য থেকেই লোকসভা ভোটে লড়াই করেন৷ এমন একটি রাজ্যে অখিলেশ যাদবের পার্টির হাতধরেও যেভাবে গড়াগড়ি খেতে হ য়েছে তাতে দলের সহ সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বের ব্যর্থতার অভিযোগও উঠেছে৷ যদিও কংগ্রেস রাহুলের পাশেই দাঁড়িয়েছে৷ এত স্বল্প সময়ের মধ্যে এভাবে বিচার করা যায় না বলে কংগ্রেস নেতৃত্ব মনে করছেন৷
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, উত্তরপ্রদেশে বিপর্যয় একটা বড় ধাক্কা সামগ্রিকভাবে দলের মৌলিক পুনর্গঠন করতে হবে৷ খোলনলচে বদলাতে হবে৷ দলের কৌশলের ক্ষেত্রে কঠোর ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে৷
দলের অপর নেতা সাকিল আহমেদ এই হারের কারণ হিসেবে জনগণের মুডের কথা উল্লেখ করেছেন৷ একই সঙ্গে তিনি বলেন, দলের এই বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে৷ একই সঙ্গে তিনি আরো বলেন, পাঞ্জাবে কংগ্রেসের সাফল্যকে খাটো করে দেখা যায় না৷ এছাড়াও বিজেপি শাসিত গোয়াতেও কংগ্রেস সরকার গড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি৷
এদিকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডে জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী৷ অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদিকেও৷ তবে, এর চেয়ে আর বেশি কোনো শব্দ কিন্তু উচ্চারণ করেননি তিনি৷ জনাদেশ যে তাঁদের পক্ষে নেই, তা বুঝতে পেরেই কি চুপ করে গেলেন কংগ্রেসের সহ সভাপতি৷ এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে৷
গেরুয়া ঝড়ে উত্তরপ্রদেশে উড়ে গিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট৷ উত্তরাখন্ডেও ধরাশায়ী কংগ্রেস৷ পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতও৷ গো বলয়ে শোচনীয় পরাজয় হলেও পাঞ্জাবে উড়ছে কংগ্রেসের বিজয় নিশান৷ ওই জয়ের জন্য ক্যাপ্ঢেন অমরিন্দর সিংকে শুভেচ্ছা জানিয়েছে নরেন্দ্র মোদি৷ পাশাপাশি কংগ্রেসের কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকেও জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী৷ পাশাপাশি, তাঁদের লড়াই কখনো শেষ হবে না বলেও কর্মী, সমর্থকদের বার্তা দিয়েছেন রাহুল গান্ধী৷
অন্যদিকে, আম আদমি পার্টির থেকে মুখ ফিরিয়েছে পাঞ্জাব ও গোয়া৷ তবে ভোট সমীক্ষায় বলেছিল পাল্লা ভারী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির৷ আদতে দুনম্বরেই থাকল আপ৷ ক্ষমতায় না আসলেও দিল্লির বাইরে এই প্রথম দুর্দান্ত ফল করেছে আম আদমি পার্টি৷ পাঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে ২২টি আসনে জয়ী হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, জনগণের রায় আমরা মেনে নিয়েছি৷ কর্মী সমর্থকরা কঠোর পরিশ্রম করেছেন৷ আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে৷ পাঞ্জাব ও গোয়ায় জোরদার প্রচার চালিয়েছিল আম আদমি পার্টি৷ কেজরিওয়াল নিজেই পাঞ্জাবে ৯৫টি র্যালি করেছিলেন৷ অথচ আপ থেকে মুখ ফিরিয়েছে পাঞ্জাব ও গোয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *