BRAKING NEWS

কোহলির মাথা কাজ করছে না, ওর নেতিবাচক মনোভাবের প্রভাব পড়ছে ভারতীয় দলে : মার্ক

বেঙ্গালুরু, ৬ মার্চ (হি.স.) : চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে হার ও পর পর দুটি টেস্টের চার ইনিংসে রান না পাওয়ায় বিরাট কোহলিকে সমালোচনায় বিদ্ধ করতে শুরু করে দিল ক্রিকেট বিশ্ব| ভারতের অধিনায়ক বিরাট কোহলির মাথা কাজ করছে না বলেই মনে করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান তথা বর্তমানে জাতীয় নির্বাচক মার্ক ওয়া| মার্ক ওয়ার মতে কোহলির তাঁর যেভাবে খেলা উচিত নয়, ঠিক সেভাবেই খেলছেন| ভাবছেনও নেতিবাচকভাবে| দলের উপর এর প্রভাব পড়ছে বলেই দাবি করলেন মার্ক |
সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে চারটি ইনিংসেই বড় রান পাননি বিরাট| পরপর দু বার নাথান লিওনের বলে আউট হয়েছেন| এ প্রসঙ্গে মার্ক বলেছেন, আউট হওয়ার আগের বলটাই লাফিয়ে উঠে কোহলির থাইপ্যাডে লাগে| একজন ভারতীয় ব্যাটসম্যানের কাছে এই বল খেলা সহজ| কিন্তু কোহলিকে দেখলাম লেগ-সাইডে দু জন ফিল্ডার থাকা নিয়ে উদ্বিগ্ন| এটা কোহলি-সুলভ নয়| ও বলেছিল, এই ম্যাচে আরও ভাল পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে| কিন্তু ও নিজেই সেটা করতে পারছে না|
মার্কের মতে, বিরাট ব্যাট করার সময় নেতিবাচক চিন্তা করছেন| যে বলে ঘুমিয়ে ঘুমিয়েও রান করতে পারেন, শুধু নেতিবাচক মনোভাবের জন্যই সেই বলে আউট হয়ে যাচ্ছেন | তার আরও মত, ভারতীয় ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার দুই স্পিনার লিওন ও স্টিভ ওকিফির বিরুদ্ধে অত্যধিক রক্ষণাত্মক হয়ে পড়ছেন| সেই কারণেই তাঁরা সাফল্য পাচ্ছেন না |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *